My Tips 24

কীভাবে দরখাস্ত লখিতে হয় – চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম

কীভাবে দরখাস্ত লখিতে হয়

কীভাবে দরখাস্ত লিখতে হয়

কাজের প্রয়োজনে অনেক সময় আমাদের দরখাস্ত লিখতে হয় হোক সেটা ইংরেজি অথবা বাংলা। আবেদনপত্র যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমে।  মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে মানুষে মানুষে যোগাযোগ অত্যাবশকীয়। যোগাযোগ ছাড়া যেন সব কিছু অর্থহীন। স্কুল, কলেজে এমনকি চাকরির জন্য আমাদের দরখাস্ত লিখতে হয়। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক,ব্যবসায়িক সকল ক্ষেত্রে পত্রের গুরুত্ব  অপরিসীম। শুধু ব্যক্তিগত প্রয়োজনে নয় আমরা অফিস আদালতেও পত্র লিখে থাকি যেটাকে আবেদন পত্র বা দরখাস্ত বলে।যদিও বিজ্ঞানের যুগে ই-মেইল,মেসেজ এগুলার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, তারপরও দরখাস্ত যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যমে।  প্রতিনিয়ত আমরা দরখাস্ত লিখে থাকি। কিন্তু অনেক সময় আমরা দরখাস্ত বা আবেদনপত্র সঠিকভাবে লিখতে পারিনা। সঠিক নিয়মের অভাবে আমাদের দরখাস্তটি গ্রহনযোগ্য হয়না, বাতিল হয়ে যাই। দরখাস্ত একটি অফিসিয়াল পত্র, যার কারণে সঠিক নিয়ম অনুসরণ না করলে আমরা যে উদ্দেশ্যে দরখাস্ত লিখি সেটা অর্জন করতে পারিনা।অনেক সময় দরখাস্ত লিখার নিয়ম না জানার কারণে অভিজ্ঞ মানুষের নিকট থেকে সাহায্যের প্রয়োজন পড়ে।বিশেষ করে চাকরি প্রার্থীদের সঠিক নিয়মে দরখাস্ত না লিখতে পারলে সমস্যায় পড়তে হয়। অনেক মানুষের দেখা যাই চক্ষুলজ্জায় মানুষের থেকে এ বিষয়ে পরামর্শ নিতে লজ্জা পায়। ফলে সুনির্দিষ্ট কোন বিশয়ে দরখাস্ত লিখতে সমস্যার সম্মুখীন হয়। দরখাস্ত লেখার অনেক ফরমেট রয়েছে। মূলত কাজের ধরন অনুসারে ভিন্ন ভিন্ন দরখাস্ত হয়ে থাকে। সঠিক নিয়ম আয়ত্ত করতে পারলে যেকোনো দরখাস্ত লেখা সম্ভব। আপনাদের সাথে আজ আলোচনা করব কীভাবে সঠিকভাবে দরখাস্ত লেখা যাই। আশা করি নিচের নিয়ম গুলোকে সঠিকভাবে অনুসরণ করলে সঠিকভাবে দরখাস্ত লিখতে আপনাদের কোন সমস্যা হবে না।

দরখাস্ত লেখার নিয়মাবলি : দরখাস্ত লেখার কিছু নিয়ম আছে,যেগুলো ছাড়া সঠিকভাবে দরখাস্ত ল্রখা যাই না। যেকোন ধরনের দরখাস্ত হোক না কেন নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে

কিছু কিছু ভুল বা ত্রুটির কারণে দরখাস্ত বাতিল হয়ে যাই।তাই দরখাস্ত লেখার সময় আমাদের যথেষ্ট সর্তক থাকতে হবে। শন্দ চয়ন ও দরখাস্তের একটি গুরুত্বপূর্ণ অংশ।নিচে কিছু বিষয় তুলে ধরা হলো সেগুলোর কারণে আপনার গুরুত্বপূর্ণ আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে।

কর্তৃপক্ষের বিবেচনার ওপর নির্ভর করবে কোন কোন ক্ষেত্রে :

ভুলত্রুটি এড়িয়ে কীভাবে শুদ্ধভাবে দরখাস্ত লেখা যায় :

সুদ্ধভাবে দরখাস্ত লিখলে আবেদনটি গ্রহণযোগ্য হয়তাই শতর্কতার সাথে শুদ্ধভাবে দরখাস্ত লিখতে হবেনিচে কিছু বিষয় দেওয়া হলো, যেগুলো দরখাস্ত লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে

চাকরির দরখাস্ত লেখার নিয়ম: চাকরির আবেদনপত্রের মাধ্যম্যে চাকরি প্রত্যাশীর ব্যক্তিত্ব প্রকাশ পায়। আমরা অনেকেই বিশেষ করে নতুন গ্রাজুয়েশন শেষ করেছে সঠিকভাবে দরখাস্ত লিখতে পারিনা। বর্তমান আধুনিক যুগে দরখাস্ত হলো পরীক্ষকের আকৃষ্ট করার হাতিয়ার। চাকরির দরখাস্ত লিখতে যেগুলো বিবেচনা করতে হবে সেগুলো হলো:

একটি চাকুরিতে সিভি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আবেদনপত্র ও গুরুত্বপূর্ণ। একটি চাকুরিতে সিভি যেমন আপনাকে উপস্থাপন করে সঠিক দরখাস্ত আপনাকে করে তোলে পারফেক্ট। একটি সিভি থেকে প্রতিষ্ঠান চাকরি প্রার্থী সম্পর্কে জানতে পারে কিন্তু দরখাস্ত থেকে আরও ভালো ধারণা নেয়। আমরা যারা সদ্য গ্রাজুয়েশন করেছি অথবা নতুন চাকরি প্রার্থী, তাদের জন্য কীভাবে দরখাস্ত লিখতে হয় এটা যানা খুব গুরুত্বপূর্ণ। উপরের নিয়মগুলো পড়লে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানা যাবে বলে আশা করা যাই।

কম্পিউটারের গতি বাড়ানোর উপায়

চাকরির ছারকুলার

Exit mobile version