বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করছেন ডাঃ মোহাম্মাদ ইউনুস ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক এক মাস আগেই ২০২৪ সালের ৮ জুলাই বেইজিং সফরে জান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে ২৬ মার্চ ২০২৫ বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সফরে জান ডঃ মুহাম্মদ ইউনুস, দুপুর ১ টায় তিনি চীনের বেইজিং থেকে পাঠানো একটি বিশেষ বিমানের চায়নার উদ্দেশ্যে রওনা করেন।
একদিকে ভারতের সাথে চিনের আঞ্চলিক আধিপত্যের পস্নে বৈরিতা এবং যুক্তরাষ্ট্রের সাথে চিনের বৈষয়িক পরিমন্ডলে ক্রমেই ঘনিভুত হচ্ছে, তখন আবার বাংলাদেশ ভারত সম্পর্কের টানা পড়েন এদিকে চিন বাংলাদেশের গলায় গলায় পিরিত এই অঞ্চলের ভূরাজনীতি এবং কুটনিতীতে ডানা হিসাবে জন্ম দিচ্ছে। প্রস্ন উঠছে কেন বাংলাদেশকে কাছে টানছে চিন কি তার স্বার্থ? আবার বাংলাদেশের সামরিক খাত, পানি ব্যবস্থাপনা, চিকিৎসা এবং অর্থনীতি সংস্কারে চিনের বন্ধুতের উপরের আস্তা রাক্তে চায় বাংলাদেশ।
এখন চলুন জেনে আসা জাক চিনের শি জিনপিং সরকারের আমন্ত্রনে বাংলার নোবেল জয়ী ডাঃ ইউনুসের কেন অত্যান্ত গুরুত্বপূর্ণ! বাংলাদেশ কি সুধু নিতেই যাবে নাকি চিনেরও কিছু চাওয়া আছে, যদি থাকে, তবে কি সেই চাওয়া? এছাড়াও চীন সফরের পর পরই প্রধান মন্ত্রী নরেন্দ্রমদির সাথে কেন বৈঠক করতে চান ডাঃ মোহাম্মাদ ইউনুস?