যুক্তরাষ্ট্রে দাবানলে সর্বকালের সেরা আঘাত হেনেছে আমেরিকার ক্যালেফোনিয়ার লস অ্যাঞ্জেলেসে। যেখানে কোন প্রকার বর্ণনা করার মোত কোন ভাষা নাই, কারন কি কি ঘটেছে এমন কিছু বর্ণনা করার মোত কিছু নাই সমস্ত কিছুই আগুনের লেলিহান শিক্ষায় পড়ে ছায় হয়ে গেছে। ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই বাকি নাই লস অ্যাঞ্জেলেসে ভূমিতে।
যুক্তরাষ্ট্রের প্রায় সাড়ে ১৩ হাকার কোটি ডলারের খতির আশঙ্কা এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। যেখানে মানুষের হাহাকার আর আর্তনাদ, সেখানে কিছু মানুষ মেতেছে লুটপাটের মোত জঘন্যতম কার্যকলাপে। ৮ দিন পার হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়ানক দাবানল।
যেখানে ১,৪০০ জন ফায়ারসার্ভিস কর্মী দিন রাত অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, সেখানে বাতাসের গতিবেগ ঘন্টার ১২০ কিলোমিটার বেগে বয়ে চলেছে। কোন ভাবেই নিয়ন্ত্রণে আনা জাচ্ছে না এই দানব রুপি ভয়াল দাবানলকে।
এখন পর্যন্ত লুটপাটের সাথে জড়িতদের অন্তত ৪০ জঙ্কে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যেই ভিন্ন ভিন্ন এলাকা থেকে লুটপাটের অভিযোগ পাওয়া জাচ্ছে, যে কারনে লোকান প্রশাসন আরো কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে স্থানীয় প্রশাসন থেকে।