Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চাকরির জন্য সাধারণ জ্ঞান : বাংলাদেশের বিষয়াবলী গুরুত্ব

চাকরির জন্য সাধারণ জ্ঞান যেকোনো চাকরির পরীক্ষায় এবং ভাইভায় সাধারণ জ্ঞানের জন্য ভালো নাম্বার বরাদ্দ থাকে। সাধারণের জ্ঞান একটা সাধারণ বিষয়। যদিও অনেকেই সাধারণ জ্ঞানকে...
Homeলাইফস্টাইলএকজন সফল মানুষ হন কয়টি অভ্যাস বাদ দিয়ে

একজন সফল মানুষ হন কয়টি অভ্যাস বাদ দিয়ে

১। সহজেই হতাশ একদমই ঠিক নয়।
২। অন্যের ব্যর্থতা আশা করা ঠিক নয়।
৩। লক্ষ্য ছাড়া কাজ করা একদমই উচিত হবে না।
৪। সময় অপচয় করা..সময়কে কাজে লাগান আর নিজের জীবনকে সুন্দর করে তুলুন।
৫। না ভেবেই কাজ। না ভেবে কাজ করলে সেই কাজে উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক কম থাযে।
৬। অন্যের উপর সবসময় রেগে থাকা। রাগের মাথায় কোন সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়।
৭। নেতিবাচক চিন্তা, কথা ও কাজকর্ম।
৮। সংক্ষিপ্ত পথে লক্ষ্যে পৌছানোর চেষ্টা করা।মনে রাখবেন সময়ের মূল্য অনেক বেশি কিন্তু অল্প সময়ের ভিতর কোন সঠিক কাজে পৌছানো সম্ভব হয় না।
৯। সবকিছুকে নিজের অধিকার মনে করা।
১০। বেশী তত্ত্ব-উপাত্ত জড়ো করা।
১১। পরিবর্তনে ভয়।সবকিছুই পরিবর্তনশীল এটা স্বাভাবিক ব্যাপার। পরিবর্তনের ভয় করে কোন কাজ থেকে পিছিয়ে আসা একটি বোকামি ছাড়া আর কিছুই নয় সবকিছুর সাথে নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই উত্তম।
১২। সবজান্তা মনোভাব।এটা একটি খুব খারাপ মনোভাব এই সমস্যাটা বেশিরভাগ মেয়েদের হয়ে থাকে এটা খুব বড় ধরনের একটা রোগ অনেকে আছে যে সবই জানে এখন কি হবে এই কাজটা করলে পরবর্তীতে কি হবে ওখানে গেলে কি হবে এই ধরনের মনমানসিকতা বাদ না দিতে পারলে বড় কোন ধরনের আশা করাটাই বোকামী ছাড়া আর কিছুই নয়
১৩। অন্যকে দায়ী করা। কোন কিছুতে পুরোপুরিভাবে কনফার্ম না হয়ে অন্য কাউকে দোষ দেওয়া ঠিক নয়,এতে করে নিজের ব্যক্তিত্ব কমে যায়।
১৪। শোনার চেয়ে বেশী বলা।
১৫। পড়াশোনা বন্ধ করে দেওয়া।সব সময় চেষ্টা করবেন আপনি যে বিষয়ের উপরে কাজ করছেন সে বিষয় নিয়ে কোন কিছু পড়াশোনা করা, কারণ পৃথিবীতে সব কিছু কমে যেতে পারে কিন্তু অভিজ্ঞতা কখনো কমে না। আর সেটা পড়াশোনার মাধ্যমে অর্জন করা সহজ।
১৬। সমালোচনা করা।
১৭। অন্যের ক্ষতি করার চেষ্টা করা।এই কাজটা কখনো করবেন না কারণ মানুষের ক্ষতি করতে চাইলে সর্বপ্রথম নিজেরই ক্ষতি হয় বেশি।