পৃথিবীর সেরা ১০ ধনী ব্যক্তি
পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খাবার যোগাড় করারা জন্য সারাদিন পরিশ্রম। অনেকেই সারাদিন এ দুমুঠো ভাত জোগাড় করতে পারে না,অনাহারে-অর্ধাহারে থাকে। আবার অনেকেই আছে যাঁদের আছে সম্পদের প্রাচুর্য।
অনেকেই আছে যাদের কাছে একটা দেশের মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে সে পরিমাণ সম্পদ আছে। একজনই একটা দেশের মানুষের পরিমাণ সম্পদের মালিক।আজ আলোচনা করব পৃথিবীর সেরা ১০ জন ধনীর নিয়ে যাদের কাছে আছে অঠেল সম্পদ।
সম্পদের কারণে আজ তাঁরা পৃথিবীতে বিখ্যাত।এই ১০ জন ব্যক্তি পৃথিবীর অগ্রগততে ক্রমাগত অবদান রেখে চলেছে। এরা আবার অনেকের কাছে অনুকরণীয় অনেকের কাছে প্রতিযোগী। এরা এদের মেধা,শ্রমকে কাজে লাগিয়ে পৃথিবীর শ্রেষ্ট ধনীর তালিকায় নিজেদের স্থান করে নিয়েছেন।
১. জেফ বেজোস:
জন্ম | জেফরি প্রেস্টন জর্গেনসেন জানুয়ারি ১২, ১৯৬৪ (বয়স ৫৭) নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র |
---|---|
মাতৃশিক্ষায়তন | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং) |
পেশা | আমাজন.কম এর চেয়ারম্যান এবং সিইও |
বার্ষিক সম্পত্তি | US$১৮৩.৬ বিলিয়ন (নভেম্বর,২০২০) |
দাম্পত্য সঙ্গী | ম্যাকেঞ্জি বেজোস (বি. ১৯৯৩) |
সন্তান | ৪ |
পৃথিবীর বিখ্যাত ই-কমার্স ওয়েবসাইট আ্যমাজন এর উদ্যোক্তা ও সিও জেফ বেজোস পৃথিবীর বিখ্যাত ধনী। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৩১ বিলিয়ন ডলার।
এমাজন প্রথমে অনলাইনভিত্তিক বই বিক্রির দোকান ছিল। জেফ বেজোস বেডরুমে বসে এমাজন বিজনেস শুরু করে।আজ সেখান থেকেই জেফ বেজোস পৃথিবীর সেরা ধনীতে পরিণত হয়েছে। এমাজনে কেনা যাই না এমন কিছুই নেই আপনার বিড়ালের খাবার থেকে শুরু করে যেকোন জিনিস এমাজন থেকে অর্ডার করা যাই পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে।
২. বিল গেটস:
জন্ম | William Henry Gates ২৮ অক্টোবর ১৯৫৫ (বয়স ৬৫) সিয়াটল, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র |
---|---|
শিক্ষা | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ঝরে পরা) |
পেশা | সফটওয়্যার বিকাশকারীবিনিয়োগকারীউদ্যোক্তা |
কর্মজীবন | ১৯৭৫-বর্তমান |
পরিচিতির কারণ | সহ-প্রতিষ্ঠাতা মাইক্রোসফ্ট |
বার্ষিক সম্পত্তি | ইউএস ডলার ১৩৫ বিলিয়ন (২০২১) |
উপাধি | কো – চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনচেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ব্র্যান্ডেড এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কচেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মো টেরাপাওয়ারচেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মো ক্যাসকেড ইনভেস্টমেন্টপ্রযুক্তি উপদেষ্টা মাইক্রোসফট |
দাম্পত্য সঙ্গী | মেলিন্ডা ফ্রেঞ্চ (বি. ১৯৯৪; বিচ্ছেদ ২০২১) |
সন্তান | ৩ |
পিতা-মাতা | বিল গেটস সিনিয়র মেরি ম্যাক্সওয়েল |
ওয়েবসাইট | www.gatesnotes.com |
বিশ্বের সবথেকে বড় সফটওয়্যার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ ধনী। তাঁর সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন ডলার। ১৯৭৫ সালে বিল গেটস ও পল এলেন মাইক্রোসফট শুরু করেন।
২০১৪ সাল পর্যন্ত তিনি মাইক্রোসফটের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।এখন তিনি বোর্ড মেম্বর হিসাবে আছেন। তিনি অনেক সামাজিক কর্মকাণ্ডে সাথে জড়িত ছিলেন।নব্বই এর দশকের শেষের দিকে তিনি ব্যবসায়িক কৌশলগুলির জন্য সমালোচিত হয়েছিলেন,যা প্রতিযোগী বিরোধী হিসেবে বিবোচিত হয়।তাঁকে বিংশ শতাব্দীর সবচেয়ে সফল ব্যবসায়ী ধরা হয়।
৩. ওয়ারেন্ট বাফেট:
জন্ম | ওয়ারেন এডওয়ার্ড বাফেট আগস্ট ৩০, ১৯৩০ (বয়স ৯০) ওমাহা, নেব্রাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র |
---|---|
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
শিক্ষা | অর্থনীতিতে স্নাতকত্তোর |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা-লিঙ্কন কলাম্বিয়া ইউনিভার্সিটি |
পেশা | চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বার্কশায়ার হ্যাথাওয়ে |
কর্মজীবন | ১৯৫১-বর্তমান |
বার্ষিক সম্পত্তি | $৬১ বিলিয়ন (ফেব্রুয়ারি ২০১৬) |
দাম্পত্য সঙ্গী | Susan Thompson Buffett (বি. ১৯৫২–২০০৪) Astrid Menks (বি. ২০০৬) |
সন্তান | সুসান অ্যালিস বাফেট হাওয়ার্ড গ্রাহাম বাফেট পিটার অ্যান্ড্রু বাফেট |
ওয়ারেন্ট বাফেট এসময়ে জনপ্রিয় ব্যবসায়ী,উদ্যোক্তা ও বক্তা। তাঁর মোট সম্পদের পরিমাণ ৯১ বিলিয়ন ডলার। তিনি মাত্র ১১ বছর বয়সে ব্যবসায়ে টাকা ইনভেস্ট করেন। তাঁর এখন ৬০ টির ও বেশি কোম্পানি রয়েছে।
৪. বার্নার্ড আর্নল্ড:
খ্যাতনামা ফ্যাশন প্রতিষ্ঠান লিউ ভেটনের সিও বার্নার্ড আর্নল্ড। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭৫ বিলিয়ন ডলার। তিনি প্রথম জীবনে একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন।পরে পারিবারিক ব্যবসায়ে ডিরেক্টর হিসাবে যোগ দিয়ে তিনি এখন পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন।
৫. মার্ক জাকারবার্গ:
জন্ম | মার্ক এলিয়েট জাকারবার্গ মে ১৪, ১৯৮৪ (বয়স ৩৭) হোয়াইট প্লাইন, নিউইয়র্ক |
---|---|
জাতীয়তা | আমেরিকান |
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (ডিগ্রি নেই) |
পেশা | ইন্টারনেট উদ্যোক্তাবিশ্বপ্রেমিকমিডিয়া মোগুল |
কর্মজীবন | ২০০৪–বর্তমান |
পরিচিতির কারণ | ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিওনিয়র |
আদি নিবাস | ডবস ফেরি,নিউইয়র্ক |
বার্ষিক সম্পত্তি | ইউএস$৯৬.৭ বিলিয়ন (নভেম্বর ২০২০) |
উপাধি | ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা ও সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা |
দাম্পত্য সঙ্গী | প্রিসিলা চ্যান (২০১২- ) |
সন্তান | ২ |
আত্মীয় | র্যান্ডি জাকারবার্গ (বোন) ডোনা জাকারবার্গ (বোন) |
পুরস্কার | বর্ষসেরা ব্যক্তিত্ব, ২০১০ (টাইম ম্যাগাজিন) |
ফেসবুকের উদ্যোক্তা ও জনক মার্ক জাকারবার্গ। তিনি ৭৪ বিলিয়ন ডলারের মালিক। মার্ক জাকারবার্গ অল্প বয়সে বিলিয়নিয়ার হয়ে যাওয়া মানুষদের মধ্যে একজন। তাঁর কলেজে তিনি ছোট পরিসরে ফেসবুক চালু করেন,ফেসবুক আজ ৪০০ বিলিয়ন ডলারের কোম্পানি।
৬. আমান্সিও অর্তেগা:
বিখ্যাত পোশাকের ব্রান্ড জারা ফ্যাশনের উদ্যোক্তা অর্তেগা। তিনি ৭০ বিলিয়ন ডলারের মালিক। এই কোম্পানির এখন সারা পৃথিবীতে ৭০০০ শাখা আছে।২০১১ সালে তিনি কোম্পানির সিও পদ থেকে অবসর নেন।
৭. কার্লোস স্লিম হেলু:
জন্ম | ২৮ জানুয়ারি ১৯৪০ (বয়স ৮১) মেক্সিকো সিটি, মেক্সিকো |
---|---|
জাতীয়তা | মেক্সিকান |
মাতৃশিক্ষায়তন | Universidad Nacional Autonoma de Mexico – UNAM |
পেশা | সভাপতি এবং CEO, Telmex, Telcel এবং América Móvil |
বার্ষিক সম্পত্তি | ▲$৫৩.৫ বিলিয়ন ইউএস ডলার (২০১০). |
দাম্পত্য সঙ্গী | সুমাইয়া দোমিত (১৯৬৭–১৯৯৯) |
সন্তান | কারলোস, মারকো এন্তোনিও, পাট্রিক, সুমাইয়া, ভানেসসা এবং জোহান্না |
কার্লোস হেলু একজন মেক্সিকান ব্যবসায়ী। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬৭ বিলিয়ন। তিনি প্রায় ২০০ টার মত কোম্পানি নিয়ন্ত্রণ করে। তিনি টেলিকমিউনিকেশম থেকে শুরু করে ব্যাঙ্ক ব্যবসায় পর্যন্ত করেন।তাঁর বাবা লেবানন থেকে মেক্সিকোতে আসেন ইমিগ্রান্ট হিসাবে।
৮.কোক ব্রাদার:
চার্লস আর ডেভিড মিলে আমেরিকার কোক বিজনেস চালান।তাঁরা দুইজনই ৬০ বিলিয়ন ডলারের মালিক। তাঁরা দুই ভাইই তাঁদের বাবা থেকে কোম্পানির এ-ই অংশ পেয়েছেন।তাঁরা দুই ভাই আমেরিকার পলিটিক্সের সাথে খুব ভালোভাবে জড়িত।তাঁদের যেমন সুনাম আছে দূর্নীতির জন্য তেমনিই দুর্নাম ও আছে।
৯. ল্যারি এলিসন:
ল্যারি এলিসন হলেন ওরাকল সফটওয়্যার কোম্পানির নির্মাতা ও প্রাচীন সিও। তাঁর কোম্পানি অনেক সফটওয়্যার বানিয়ে বিশ্বকে প্রযুক্তির দিকে এগিয়ে নিয়ে এসেছে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৮ বিলিয়ন। মার্কিন গোয়েন্দা সংস্থা সি আই এর ও ডাটাবেজ এলিসনের তৈরি করা।তিনি একজন মহৎ দাতাও বটে। পড়াশোনার জন্য তিনি কোটি কোটি টাকা দান করেছেন।
১০. মাইকেল ব্লুমবার্গ:
আমেরিকান ব্যবসায়ী,রাজনীতিবিদ ও দাতা ব্লুমবার্গের মোট সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার। ১৯৮১ সালে তিনি একটি মিডিয়া কোম্পানি শুরু করেন। তিনি শেয়ার বাজার ও বিভিন্ন ব্যবসায়ের সাথে নিজেকে জড়িত রেখেছেন। তিনি আমেরিকায় অনেক বছর ধরে মেয়র ছিলেন।
এই ছিল পৃথিবীর সেরা ১০ জন ধনীর তালিকা।ধনী মানেই যে তাঁরা সবদিক দিয়ে সুখী এমন নয়,সম্প্রতি বিল গেটসের ডিভোর্স হয়েছে।আবার এরা সবাই পৃথিবীতে সমান ভাবে সম্মানিতও নয়,অনেকের নিয়ে বিতর্ক আছে। আমাদের অনেকের নতুন নতুন আইডিয়া আছে আমরা কাজে লাগাই না। আপনারাও আপনাদের নতুন আইডিয়া কাজে লাগিয়ে হয়ে যেতে পারেন নতুন কোন জিনিসের উদ্যোক্তা।