চাকরির জন্য সাধারণ জ্ঞান
যেকোনো চাকরির পরীক্ষায় এবং ভাইভায় সাধারণ জ্ঞানের জন্য ভালো নাম্বার বরাদ্দ থাকে। সাধারণের জ্ঞান একটা সাধারণ বিষয়। যদিও অনেকেই সাধারণ জ্ঞানকে অনেক কঠিন হিসাবে নেয় এবং ভয় পাই। সাধারণ জ্ঞান ছাড়া চাকরি পাওয়া সম্ভব না। যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য নাম্বার বরাদ্দ থাকে আর ভাইভা তো সাধারণ জ্ঞান ছাড়া কল্পনাই করা যায় না।
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় যথাক্রমে ৩০,২০ ও ১০ নম্বর বরাদ্দ থাকে। একটু সচেতন হলেই সাধারণ জ্ঞানের এই ৬০ নম্বর হবে আপনার প্রধান অস্ত্র। এছাড়া বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যথাক্রমে ২০০ ও ১০০ নম্বর বরাদ্দ থাকে। এছাড়া বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষায় যে ৪০ ও ৫০ নম্বরের রচনা, প্রবন্ধ লিখতে হয় তা সাধারণ জ্ঞান নির্ভর।
এছাড়া ব্যাংক জব পরীক্ষায় ফোকাস রাইটিং অংশে সাধারণ জ্ঞান নির্ভর প্রশ্ন থাকে। সরকারি, বেসরকারি যেকোন চাকরিতে সাধারণ জ্ঞানের বিকল্প নেই। অন্যান্য বিষয়ে প্রচুর জ্ঞান থাকলেও সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলি সম্পর্কে জ্ঞান কম থাকলে চাকরি পাওয়া দূরহু ব্যাপার হয়ে যায়। তাই আসুন জেনে নিই কীভাবে বাংলাদেশ বিষয়াবলি ও সাধারণ জ্ঞান সম্পর্কে জ্ঞানার্জন করা যায়।
- নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। পত্রিকার আন্তর্জাতিক পাতা,সম্পাদকীয় পাতা,অর্থনীতি পাতা ছাড়াও প্রথম ও শেষ পাতা পড়তে হবে।
- সিএনএন, বিবিসি, আল-জাজিরা প্রভৃতি আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রাখতে হবে। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ করে নিজের মতামত দেওয়া শিখতে হবে।
- নিয়মিত ক্যারেন্ট আ্যফেয়ার্স পড়তে হবে।কোথাও কোন গুরুত্বপূর্ণ তথ্য পেলে তা নোট করে রাখতে হবে।
- কোন বিষয়বস্তু কঠিন হলে তা মনে রাখার জন্য ছন্দ বা সূত্র বানিয়ে মুখস্থ করা যেতে পারে। এছাড়া আপনার পরিচিত কোন বিষয় বা নামের সাথে মিলাতে পারেন।
- যেমন আপনার পরিচিত কোন সিরাজুদ্দৌলার নামের সাথে মিলাইয়ে নবাব সিরাজুদ্দৌলার বিষয়বস্তু মনে রাখতে পারেন, এতে ব্রেন তাড়াতাড়ি কাজ করে।
- গুরুত্বপূর্ণ ঘটনার তারিখ ও সাল মনে রাখতে হবে।
- বাংলাদেশ ও বিশ্বের দুটি মানচিত্র সাথে রেখে মাঝে মাঝে চোখ বুলাবেন।
- ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে সাধারণ জ্ঞানের নিয়মিত আপডেট পেতে পারেন।
- সহায়ক গ্রন্থ হিসেবে সংবিধান, অষ্টম, নবম, দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়,নবম- দশম শ্রেণির ভূগোল, ইতিহাস,ও বিশ্বসভ্যতা বই পড়তে পারেন।
- এছাড়া বাজারের বিভিন্ন ধরণের সাধারণ জ্ঞানের গাইড, পত্রিকা প্রশ্ম ব্যাংক পড়তে পারেন।
- বিভিন্ন সেমিনার, কনফারেন্সে অংশগ্রহণ করতে পারেন।এছাড়া বন্ধুবান্ধবদের সাথে তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে সাধারণ জ্ঞান বাড়ে।
- আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম দেশ -৯৪ তম
- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে_ তাজউদ্দীন আহমদ
- ঢাকাকে বিশ্বের কততম মেগাসিটি ধরা হয়- ১১ তম
- বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কী – ক্যাপ্টেন মনসুর আলী
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে-শেখ মুজিবুর রহমান
- বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে-তাহমিনা হক ডলি
- বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে- বেগম খালেদা জিয়া
- বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম – নাজমুন আরা সুলতানা
- বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র – সেলিনা হায়াত আইভি
- বাংলাদেশের প্রথম মহিলা সচিবের নাম-জাকিয়া সুলতানা
- বাংলাদেশের প্রথম মহিলা স্পীকারের নাম-শিরিন শারমিন চৌধুরী
- বাংলাদেশের ২০ তম রাষ্ট্রপতি কে-এড.আবদুল হামিদ
- বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি কে ছিলেন – মোঃ জিল্লুর রহমান
- প্রধান বিচারপতি কে নিয়োগ দেন- রাষ্ট্রপতি
- বর্তমানে রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে- স্পিকার
- কার কর্তৃত্বের ওপর আদালতের কোন এখতিয়ার নেই- রাষ্ট্রপতি
- বাংলাদেশের প্রথম এভারেস্ট জয় করেন কে– মূসা ইব্রাহিম
- পৃথিবীর প্রথম মহিলা কে- বিবি হাওয়া
- বাংলাদেশের ১৩ তম প্রধানমন্ত্রী কে ছিলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- করমুক্ত বয়স কত -৬৫ বছর
- বাংলাদেশের মোট আয়ের ৮০% আয় আসে- রাজস্ব আয় থেকে
- কর ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম- জাতীয় রাজস্ব বোর্ড
- NBR কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে- অর্থমন্ত্রালয়ের
- বিশ্বের রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশের অবস্থান – ৭তম
- কালো টাকা কাকে বলে- আয়কর বিবরণীতে যে টাকা অন্তর্ভুক্ত হয় না তাকে
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত- ৫৫৭৫ বর্গ কিলোমিটার
- কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত-১৫৫ কিলোমিটার
- বাংলাদেশের জাতীয় প্রতীক কী-দুই পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত মাঝখানে পানিতে ভাসমান শাপলা ফুলের শীর্ষ চুরায় পরষ্পর সংযুক্ত দুটি পাতা এবং এর উভয় পাশে দুইটি করে মোট চারটি তারকা বেষ্টিত প্রতীক।
- জাতীয় সৃতিসৌধের স্থপতি কে- মঈনুল হোসেন
- জাতীয় সৃতিসৌধের কয়টি ফলক আছে- ৭ টি
- কেন্দ্রীয় শহীদ মিনারের স্তপতি কে- হামিদুর রহমান
- বাংলাদেশের উচ্চতম পাহাড় কোনটি – গারো পাহাড়
- ঢাকা নগরিকে আর কি নামে ডাকা হয়- মসজিদের শহর
- বাংলাদেশে বর্তমানে কতটি স্থলবন্দর আছে- ১৭ টি
- রাজশাহী ও পাবনা জেলার মধ্যবর্তী জলাশয়ের নাম কি – চলনবিল
- বাংলাদেশের একটি বদ্বীপের নাম-হাতিয়া
- বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম– ড. কুদরাত-ই-খুদা
- বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম- বেগম সুফিয়া কামাল
- মেট্রোপলিটন পুলিশ প্রধান কে কি বলে-পুলিশ কমিশনার
- বাংলাদেশের উচ্চতম বৃক্ষ-বৈলাম বৃক্ষ
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে-মিঃ লুই আই ক্যান( যুক্তরাষ্ট্র)
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে –আব্দুল সাত্তার
- বাংলাদেশের জাতীয় পোশাক কি-পুরুষদের জন্য :প্রিন্স কোর্ট ও পায়জামা আর মহিলাদের জন্য শাড়ী
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতিক কি- শাপলা
- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানটির রচিয়তা কে- আব্দুল গাফফার চৌধুরী
- বাংলাদেশের জাতীয় উৎসবের নাম কি- বাংলা নববর্ষ
- বাংলাদেশের সাংবিধানিক নাম কি- গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
- বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের নাম কি-ঢাকা গ্রন্থাগার ( গুলিস্তান)
- বাংলাদেশের কালো রাত দিবস কবে- ২৫ শে মার্চ
- সার্কভুক্ত দেশ কয়টি-৮ টি
- সার্কের প্রতিপাদ্য বিষয় কি-সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে
- নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত -শীতলক্ষ্যা
- বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি – সুরমা
- বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম বৃহত্তম নদী- পদ্মা
- পদ্মা নদী উৎপত্তি হয়েছে কোথা থেকে-হিমালয় পর্বত থেকে
- পদ্মার ভারতীয় অংশের নাম কী – গঙ্গা
- মহানন্দা কোন নদীর উপনদঈ-পদ্মা
- কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে-মিজোরাম রাজ্য
- শাখা-প্রশাখা, উপনদীসহ বাংলাদেশের নদনদীর সংখ্যা কত-২৩০ টি
- বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্যপদ লাভ করেন-১৩৬ তম মোট ১৯২ তম
- বাংলাদেশের প্রথম কোন বেসরকারি টেলিভিশন চালু হয়-একুশে টিভি
- কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদ পূর্ণ নরক বলে অভিহিত করেছেন -ইবনে বতুতা
- বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি- বাইতুল মোকাররম
- বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি-সোহরাওয়ার্দী উদ্যান
- বীরত্ব পুরষ্কার কয়টি ও কি কি- ৪ টি যথা:বীরশ্রেষ্ঠ, বীর উত্তম,বীর বিক্রম,বীর প্রতীক
- বীরশ্রেষ্ট পুরস্কার পান কত জন- ৭ জন
- বীর উত্তম পুরস্কার পান কত জন-৬৮ জন
- বীর বিক্রম পুরস্কার পান কত জন-১৭৫ জন
- বীর প্রতীক পুরস্কার পান কত জন- ৪২৬ জন
- বাংলাদেশের বৃহত্তম ভবন –শিল্প ব্যাংক ভবন (৩২ তলা)
- উপজেলা প্রশাসনের প্রধান কে- উপজেলা নির্বাহী অফিসার
- সুপ্রীমকোর্ট কয় ভাগে বিভক্ত ও কি কি- ২ ভাগে: হাইকোর্ট বিভাগ,আপিল বিভাগ
- বাংলাদেশের প্রস্তাবিত ৩ য় সমুদ্রবন্দরটি কোথায় স্থাপিত হবে-নোয়াখালীতে
- লালবাগকেল্লা ঢাকার কোন দিকে অবস্থিত –ঢাকার দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে
- বাংলাদেশের জাতীয় জাদুঘরের নাম কি-ঢাকা জাতীয় জাদুঘর(শাহাবাগ)
- বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে-কামরুল হাসান
স্বপ্নের চাকরি পেতে কে না চাই। অনেক সময় সাধারণ জ্ঞানের কারণে আমরা কাঙ্ক্ষিত চাকরিটি হাতছাড়া হয়ে যাই। সাধারণ জ্ঞান ছাড়া কোন চাকরি পাওয়াই সম্ভব না।
উপরের সাধারণ গুলো অনেক গুরুত্বপূর্ণ, চাকরির পরীক্ষায় অথবা ভাইবাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভবনা আছে। তাই আপনার কাঙ্ক্ষিত চাকরি পেতে এগুলো চর্চা করুন।